ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আর জেমস বন্ড হতে চান না ক্রেগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
আর জেমস বন্ড হতে চান না ক্রেগ ড্যানিয়েল ক্রেগ

নিজেকে মেরে ফেলবেন, তবুও আর জেমস বন্ড হয়ে পর্দায় ফিরবেন না ড্যানিয়েল ক্রেগ। স্যাম মেন্ডেস পরিচালিত ‘স্পেক্টর’-এ চতুর্থবারের মতো এই চরিত্রে অভিনয় করেছেন তিনি।

৪৭ বছর বয়সী এই তারকা জানান, যদি আবার বন্ড সিরিজের ছবিতে কাজ করেন, তাহলে শুধু টাকার জন্যই করবেন।

সম্প্রতি একটি ম্যাগাজিনকে ক্রেগ বলেছেন, ‘কাচের টুকরো দিয়ে বরং কবজি কেটে ফেলবো। তবু আর বন্ড হওয়ার ইচ্ছে নেই। যথেষ্ট হয়েছে। এবার এখান থেকে বেরোতে চাই। অন্তত এক-দুই বছর আর এ নিয়ে ভাবতে চাই না। জানি না এরপর কী হবে। আমার কোনো ধারণা নেই। ’

জেমস বন্ড চরিত্রে আবার ফেরা নিয়ে কারও সঙ্গে আলোচনা করেননি ক্রেগ। ব্রিটিশ এই অভিনেতার ভাষ্য, ‘আবার বন্ড হবো কি-না তা নিয়ে কারও সঙ্গে কথা বলিনি। যদি আবার বন্ডের ছবিতে কাজ করি, তাহলে তা হবে শুধু টাকার জন্য। ’

এদিকে ক্রেগের পর জেমস বন্ড চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে আলোচনা আর বিতর্ক দুটোই চলছে। তিনি নিজে অবশ্য এ নিয়ে ভাবেননি। তবে তার কথায়, ‘যে কাজটা আমি ছেড়ে দেই তা ভালো জায়গাতেই রেখে যেতে চাই। মানুষ এটাকে বেছে নিয়ে ভালো কিছু করুক। যিনিই বন্ড হবেন তাকে নিশ্চিত করা উচিত তিনিই সেরা। যতটা পারা যায় নিজেকে ঢুকিয়ে ফেলতে হবে এ চরিত্রের মধ্যে। কারণ এটা জেমস বন্ড। ’

‘স্পেক্টর’-এ ক্রেগের সঙ্গে অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি, লেয়া সেদু, র‌্যালফ ফাইনেস, অ্যান্ড্রু স্কট ও ক্রিস্টোফ ওয়াল্টজ। আগামী ২৬ অক্টোবর লন্ডনে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ওইদিন যুক্তরাজ্যে মুক্তি পাবে ছবিটি। আর যুক্তরাষ্ট্রে আসবে আগামী ৬ নভেম্বর।

২০০৬ সাল থেকে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ক্রেগ। ওই বছর মুক্তি পায় বন্ড সিরিজের ছবি ‘ক্যাসিনো রয়েল’। এরপর তৈরি হয়েছে ‘কোয়ান্টাম অব সোল্যাস’ (২০০৮), ‘স্কাইফল’ (২০১২) এবং ‘স্পেক্টর’ (২০১৫)।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।