ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিললো ছাড়পত্র, দুই বাংলায় ‘পরবাসিনী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
মিললো ছাড়পত্র, দুই বাংলায় ‘পরবাসিনী’

স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় গত ১৩ আগস্ট। আজ সোমবার (১২ অক্টোবর) কাটছাট ছাড়াই ছাড়পত্র পেলো ছবিটি।

পরিচালক জানান, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে মুক্তি দেওয়া হবে এটি। ছবিটি একযোগে দেখতে পাবেন দুই বাংলার দর্শকরা।

জানা গেছে, আগামী ২০ অক্টোর ছবিটির টিজার প্রকাশ করা হবে। এরপর আসবে গানের অ্যালবাম। ধারাবাহিকভাবে ছাড়া হবে আইটেম নাম্বারসহ অন্যান্য গানের ভিডিও। কয়েকদিন আগে ছবিটির অসম্পাদিত টিজার আর আইটেম গানের ভিডিও ফাঁস হয়ে গিয়েছিলো অনলাইনে। পরে অবশ্য ওগুলো সরিয়ে ফেলা হয়।

‘পরবাসিনী’কে বলা হচ্ছে, বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র। এর গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবই স্বপন আহমেদের। রেগে এন্টারটেইনমেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের প্রযোজনায় ছবিটিতে অভিনয় করেছেন ইমন, বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী রিত মজুমদার, কাজী উজ্জ্বল, অপ্সরা আলী, দাউদ হোসাইন রনি, সোহেল খান, চাষী আলম, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রবিরঞ্জন মৈত্র, ফরাসি অভিনেতা হাভিয়ার বোনাত্রে প্রমুখ। এ ছাড়া একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা (মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২)।

* সেন্সরে ‘পরবাসিনী’, গান আসবে জমকালোভাবে

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।