ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নারী দেবদাস পাওলি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
নারী দেবদাস পাওলি! পাওলি দাম/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবির নাম ‘দেবী’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম।

কিন্তু তার চরিত্রটির যে বৈশিষ্ট্য, তাতে তাকে ‘দেবীদাস’ বললে ভুল হবে না! শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ‘দেবদাস’ উপন্যাসে যে নায়কের বর্ণনা দিয়েছেন, পাওলির চরিত্রটি অনেকটা তেমনই, মাদকাসক্ত। শুধু প্রেক্ষাপটটা একুশ শতকের। মোদ্দাকথা, 'দেবদাস'কে তুলে ধরা হবে নারীর দৃষ্টিভঙ্গি থেকে৷

‘দেবী’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। একই নামে ছবি বানানোকে বলা হচ্ছে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে রিক বসুর। তিনি জানান, ‘দেবদাস’ উপন্যাসে অনুপ্রাণিত হয়ে ছবিটি বানাচ্ছেন তিনি। তবে সমাজব্যবস্থা ও নারী-পুরুষের সম্পর্কের ধরণ বদলেছে। তাই তাকেও আধুনিকায়ন করতে হচ্ছে চরিত্রগুলো। শরত্‍চন্দ্রের পার্বতী আর চন্দ্রমুখী থাকছে পুরুষ চরিত্র হিসেবে৷

পাওলির পাশাপাশি এতে অভিনয় করবেন শুভ মুখার্জি, ইলেনা কাজান ও শাতাফ ফিজার। এর দৃশ্যধারণ শুরু হচ্ছে আগামী ২৮ নভেম্বর। ৭০ ভাগ কাজ হবে পাতায়ায়। বাকিটা কলকাতায়। প্রথম দৃশ্যে দেখা যাবে ৩০-৪০ জন পুলিশ ধাওয়া করছে দেবীকে। এরপর গল্প আসবে ফ্ল্যাশব্যাকে।

বাংলাদেশ সময় : ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।