ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কাল শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব

রাত ১টার পর ‘নো এন্ট্রি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রাত ১টার পর ‘নো এন্ট্রি’

চার বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব। এবারের আয়োজনেও থাকছে দেশ-বিদেশের গুণী শিল্পীদের পরিবেশনা।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাঁচদিনের উৎসব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর)। সন্ধ্যা থেকে রাতভর সুরের খেয়ায় ভাসবেন সংগীতপ্রিয় মানুষেরা। তবে এবার রাত ১টার পর থেকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবেনা।
 
আয়োজকরা জানান, বরাবরের মতো এবারও উৎসব শুরু হবে বিকেল ৫টায়। চলবে ভোর রাত অবধি। অনলাইনে বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে যারা পাস সংগ্রহ করেছেন তারাই কেবল অনুষ্ঠান উপভোগের সুযোগ পাবেন। তবে এবার প্রবেশের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি রাখা হচ্ছে। রাত ১টার পর কেউ অনুষ্ঠানস্থলে ঢুকতে পারবেন না। তবে বের হওয়া যাবে।

এবারের বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে। গতবার উৎসব মঞ্চে বক্তৃতা রাখার সময় গুণী এই শিল্পী অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।

** আপনি কার সুরে ভাসবেন?

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।