ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন মঞ্চনাটকে আতাউর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
নতুন মঞ্চনাটকে আতাউর রহমান আতাউর রহমান

অনেকদিন পর নতুন নাটকে অভিনয় করলেন নাট্যজন আতাউর রহমান। এর নাম ‘প্রলম্বিত প্রহর’।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে হয়ে হলো এর উদ্বোধনী প্রদর্শনী।  

ডেভিড হেয়ারের ‘দ্য ভার্টিক্যাল আওয়ার’ থেকে এটি বাংলায় রূপান্তর করেছেন আবদুস সেলিম। নির্দেশনা ‍দিয়েছেন আইরিন পারভীন লোপা। নাট্যম রেপার্টরির তৃতীয় প্রযোজনা এটি।

আতাউর রহমানের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন মিতা চৌধুরী, নূর জামান রাজা, লিটা খান ও এ কে আজাদ সেতু। নাটকটির আলোকসজ্জা করেন জুনায়েদ ইউসুফ, সংগীতে আহসান রেজা খান তুষার।

টিভি ও মঞ্চনাটকের প্রিয় মুখ আতাউর রহমান একই সঙ্গে নাট্য নির্দেশক ও অভিনেতা। নিজের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটকে প্রথম অভিনয় করেন ১৯৭৩ সালে। ‘বাকি ইতিহাস’ নামের নাটকটির নির্দেশক ছিলেন আলী যাকের। এরপর অনেক নাটকে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।