ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুরের মূর্ছনায় মোহময় রাত

এম আব্দুল্লাহ আল মামুন খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মে ২১, ২০১৬
সুরের মূর্ছনায় মোহময় রাত ছবি: অনিক খান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বাবা আর মেয়ের কন্ঠে ‘শুয়াচান পাখি। ’ অদ্ভুত এক সুরের মায়াজাল।

নিজের জীবনসঙ্গীকে হারানোর  দু:খবোধে দরাজ কন্ঠে এ গান বেঁধেছিলেন আধ্যাত্মিক ধারার রশিদউদ্দিন। আর গেয়ে শোনালেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী ও তার মেয়ে এলমা সিদ্দিকী।

নিমিষেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠা এ গানেই মিলনায়তনভর্তি সঙ্গীতপ্রেমী দর্শক-শ্রোতাদের সব মনোযোগ কেড়ে নিলেন বারী সিদ্দিকী। শুধু কী কন্ঠ, বাঁশির জাদুতেও শ্রোতাদের মাতিয়ে দিলেন। পাশ্চাত্যে বড় হওয়া মেয়ে কন্ঠশিল্পী এলমা সিদ্দিকীও সুরের সমুদ্রে সহযাত্রী হলেন বাবার। নানা রঙের বাতির আলোকচ্ছটায় বাবা আর মেয়ে সম্মিলিত সুরে ময়মনসিংহবাসীকে উপহার দিলেন মোহময় এক রাত। ভরিয়ে দিলেন হৃদয় আর মন।

শুক্রবার (২০ মে) রাতে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে (টাউন হল) কথামালা, বাঁশি আর সুরের জাদুতে মুগ্ধ করলেন কিংবদন্তির এ সঙ্গীত শিল্পী।

এএফসি অনুর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়ন অপরাজিতাদের অভিনন্দন, সংবর্ধনা ও সাংস্কৃতিক এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ জেলা পুলিশ।

‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানে বহু রক্তের দামে কেনা লাল-সবুজের পতাকার আদলে ড্রেস পড়ে মঞ্চ আলো করে নেচে ওঠেন কিশোরীরা। এরপর জেলা পুলিশের সাংস্কৃতিক দলের সদস্য সহকারী পুলিশ সুপার (এএসপি) সীমা রাণী সরকার পরিবেশন করেন নজরুল সঙ্গীত ‘অঞ্জলী লহ মোর সঙ্গীতে’।

এরপর একে একে ওই সাংস্কৃতিক দলের সদস্যদের গান, চোখধাঁধানো নৃত্যের প্রাণবন্ত পরিবেশনার পর রাত ৯টা ২০ মিনিটে মঞ্চে ওঠেন লোকগীতি আর ক্ল্যাসিক্যাল মিউজিকের সম্রাট বারী সিদ্দিকী। সঙ্গে মঞ্চে নিয়ে আসেন ইংল্যান্ডে পড়াশোনা করা কন্ঠশিল্পী মেয়ে এলমা সিদ্দিকীকে।

হর্ষধ্বনি আর অন্যরকম উত্তেজনায় কাঁপছে গোটা অডিটোরিয়াম মিলনায়তন। বারী সিদ্দিকী প্রথমেই গাইলেন ‘মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজ’ গানটি।

মৃত্যুর পর নিজেকে না ভোলানোর আকুতি জানিয়ে এ শিল্পীর বহুল পরিচিত ‘আমি একটা জিন্দা লাশ’ গানের শুরুতেই হাতে বাঁশি তুলে নিলেন। গাইলেন ‘রজনী হইস না অবসান’ জনপ্রিয় গানও।

মুগ্ধতার আবির মাখিয়ে দিলেন শ্রোতাদের মানসপটে। গান শেষ হতেই দর্শকদের অবিরাম করতালি। সুরের মায়াবি অনুরণনে আপ্লুত হযে পড়েন দুই প্রবীণ রাজনীতিবিদ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকাও।

সুরের অবগাহনে ভেসে যান দেশের গর্ব কিশোরী ফুটবলাররাসহ অন্য অতিথিরাও।

এরপর বারী সিদ্দিকী আরো দু’টি গান পরিবেশনের পর মেয়ে এলমা সিদ্দিকীকে দিয়ে শুরু করালেন- ‘সোনাবন্ধু ভুইলো না আমারে’। এ গানের পরই বললেন, ‘এইবার গাইবো বাবা’র সুর করা গান’।

সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়েই গাইলেন ‘আইয়ো পরাণের বন্ধু, আইয়ো বাউল গানে...’ আবারো জমিয়ে দিলেন সুরের এ আসর।

‘শুয়াচান পাখি’ এইটা আমার শেষ গান। আমার সঙ্গে এ গান গাইবে আমার মেয়েও’- বারী সিদ্দিকী বলছিলেন এ গানের নেপথ্য কথা। গান শেষ হতেই দর্শকদের আবদারের জবাবে বললেন, ‘আবার আসবো ময়মনসিংহ। ’ মন্ত্রমুগ্ধ হয়েই সুরের জাদুতে দুলিয়ে গেলেন শ্রোতাদের।

ময়মনসিংহের জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঞা, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা।

এ সময় দ্বিতীয়বারের মতো এএফসি অনুর্ধ্ব-১৪ মহিলা আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নের গৌরব অর্জনকারী কিশোরীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এ সময় কিশোরী ফুটবলাররা বিজয়ের প্রতীক ভিক্টোরি চিহ্ন প্রদর্শন করে এ ধারাবাহিকতা ও সুনাম ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ২১, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।