ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফারুক হোসেনের ‘প্যারিসের চিঠি’তে ইমন-হৃদি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ফারুক হোসেনের ‘প্যারিসের চিঠি’তে ইমন-হৃদি ইমন ও হৃদি শেষ

সাগরে নিখোঁজ নাট্যকার ফারুক হোসেনের লেখা একটি নাটকের চিত্রায়ন হতে যাচ্ছে ফ্রান্সের প্যারিসে। এতে অভিনয়ের জন্য বুধবার (২১ সেপ্টেম্বর) সেখানে পৌঁছেছেন অভিনেতা ইমন।

৩২ পর্বের ধারাবাহিকটির নাম ‘প্যারিসের চিঠি’।
 
‘প্যারিসের চিঠি’ পরিচালনা করবেন ‘লাল টিপ’ ও ‘পরবাসিনী’খ্যাত স্বপন আহমেদ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে টানা ১৭ দিন নাটকটির চিত্রায়ন হবে প্যারিসের বিভিন্ন বাড়ি, রেস্তোরাঁ, বুটিকস, কমিউনিটি মিলনায়তন, মেট্রোসহ বিভিন্ন জায়গায়।

জানা গেছে, নাটকটিতে ইমনের সঙ্গে অভিনয় করবেন ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া হৃদি শেখ। তিনি পৌঁছেছেন গত ১৮ সেপ্টেম্বর। হৃদি অবশ্য প্যারিসেই থাকেন বছরের বেশিরভাগ সময়।
 
অভিনেতা সোহেল খান নাটকটিতে অভিনয়ের জন্য গত ২০ সেপ্টেম্বর গেছেন প্যারিসে। শহরটির প্রবাসী বাংলাদেশি তিন তরুণী এবং ব্যবসায়ী সাব্বির আহমেদকেও দেখা যাবে এতে। ‘প্যারিসের চিঠি’ তৈরি হচ্ছে চ্যানেল আইতে প্রচারের জন্য।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।