ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাবিতে দু’দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব শুরু সোমবার

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ঢাবিতে দু’দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব শুরু সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: সাতজন এশীয় নির্মাতার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব শুরু হবে সোমবার (০৩ অক্টোবর)।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমসিজে ফিল্ম ক্লাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মফিজুর রহমান।

উৎসবের উদ্বোধন করবেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সাংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এবং মোস্তফা সরয়ার ফারুকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ক্লাবটির বর্তমান মডারেটর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।  

উদ্বোধনী অনুষ্ঠানে এমসিজে ফিল্ম ক্লাব প্রকাশিত স্যুভেনির ‘এশীয় চলচ্চিত্র পাঠ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

উৎসবে এশিয়ার সমসাময়িক ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এবং টিকেট মূল্য মাত্র ২০টাকা।

উৎসবটি চলবে সকাল ১১টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত।

সোমবার (৩ অক্টোবর) প্রদর্শিত হবে ‘হাউজ অফ ফ্লাইং ড্যাগার্স’ (চীন)-দুপুর ১:৩০, ‘থ্রি আয়রন’ (দক্ষিণ কোরিয়া) বিকেল ৪টা এবং ‘পিকে’ (ভারত) সন্ধ্যা ৬:৩০।

আর মঙ্গলবার (৪ অক্টোবর) থাকছে ‘ইন দ্যা মুড ফর লাভ’ (হংকং) সকাল ১১টা, ‘আ সেপারেশন’ (ইরান) দুপুর ১:৩০, ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (জাপান) বিকেল ৪টা এবং ‘রানওয়ে’ (বাংলাদেশ) ৬:৩০ এ। প্রদর্শনী শুরুর আগে টিএসসি থেকে টিকেট সংগ্রহ করা যাবে। তবে অনালাইনে টিকেটচাইডটকমে অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।