ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হেলিকপ্টার পাইলট হিসেবে আফগানিস্তানে উদ্ধার কাজে জোলি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
হেলিকপ্টার পাইলট হিসেবে আফগানিস্তানে উদ্ধার কাজে জোলি! অ্যাঞ্জেলিনা জোলি

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে ঘিরে সুখবর যেন আসছিলোই না। অবশেষে নতুন ছবিতে তার কাজ করার আভাস পাওয়া যাচ্ছে।

মার্কিন বিমান বাহিনীর মেজর ম্যারি জেনিংস হেজারের স্মৃতিগ্রন্থ অবলম্বনে নির্মাণাধীন একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ৪১ বছর বয়সী জোলি। এতে আফগানিস্তান যুদ্ধের নায়ক এই মেজরের ভূমিকায় দেখা যাবে তাকে। খবর ডেডলাইনের।

ছবিটি প্রযোজনা করবে গোথাম গ্রুপ। তবে পরিচালক এখনও নেওয়া হয়নি। চিত্রনাট্য লিখছেন ফ্রাঙ্ক ব্যাল্ডউইন। বইটির পুরো নাম ‘শুট লাইক অ্যা গার্ল: হাউ ওয়ান ওম্যানস ওয়ার অ্যাগেইনস্ট দ্য তালিবান লেড টু হার ভিক্টোরি ওভার দ্য ডিপার্টমেন্ট অব ডিফেন্স। ’

হেলিকপ্টার পাইলট হিসেবে আফগানিস্তানে একাধিকবার উদ্ধার কাজে গিয়েছিলেন মেজর হেজার। মধ্যপ্রাচ্যে শত শত নারী-পুরুষকে যুদ্ধক্ষেত্র থেকে বাঁচিয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ থেকে নারী কর্মকর্তাদের দূরে রাখার কারণে ওয়াশিংটন ডিসির প্রতিরক্ষা বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন হেজার। ছবিটিতে তুলে ধরা হবে সবই।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।