ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গান গেয়ে শোনালেন পপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
গান গেয়ে শোনালেন পপি পপি, ছবি: বাপ্পি চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিত্রনায়িকা পপির অভিনয়ের সঙ্গে দর্শকরা পরিচিত, এবার তার কণ্ঠে গান শোনা গেলো। শনিবার (৮ অক্টোবর) বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সের যুগপূর্তির অনুষ্ঠানে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর সঙ্গে গলা মিলিয়েছেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন পপি। মঞ্চে তখন দেশীয় চলচ্চিত্রের বিভিন্ন সময়ের গান গেয়ে শোনাচ্ছিলেন মুন্নী। এক পর্যায়ে তিনি ডাকেন পপিকে। মঞ্চে উঠে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসি। এই ভালোবাসা টিকিয়ে রাখতে চাই স্টার সিনেপ্লেক্সের মতো মানসম্পন্ন সিনেমা হল। এমন আরও হাজারটা প্রেক্ষাগৃহ হোক দেশে। ’

এরপর পপি অভিনীত ‘রানীকুঠির বাকি ইতিহাস’ ছবির ‘ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ’ পরিবেশন করেন মুন্নী। তিনি মাইক্রোফোন বাড়িয়ে দিতে গানটিতে গলা মেলান পপিও। তার কণ্ঠে গান শুনে হাততালি দিয়েছেন আমন্ত্রিত অতিথিরা।

দশ বছর আগে মুক্তি পাওয়া সামিয়া জামান পরিচালিত ছবিটির জন্য ‘আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি’ গানটি গেয়েছেন সামিনা চৌধুরী। এর কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় এস আই টুটুল।

অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘পৌষ মাসের পিরিত’। নারগিস আক্তারের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন টনি ডায়েস।

বাংলাদেশ সময় : ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।