ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অমিতাভের মাধ্যমে তার দাদার পুনর্জন্ম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
অমিতাভের মাধ্যমে তার দাদার পুনর্জন্ম! হরিবংশ রাই বচ্চন ও অমিতাভ বচ্চন

ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাবা কবি হরিবংশ রাই বচ্চন বিশ্বাস করতেন, পুত্রের মাধ্যমে তার বাবা প্রতাপ নারায়ন শ্রীবাস্তবের পুনর্জন্ম হয়েছে! যেদিন অমিতাভের জন্ম হবে শুনলেন, তার আগের একটি ঘটনা হরিবংশর মনে এই ধারণা তৈরি করে।

নিজের অফিসিয়াল ব্লগে বিগ বি লিখেছেন, ‘৭৪ বছর আগে আমার বাবা তার বাবাকে স্বপ্নে দেখেছিলেন।

আমার দাদা তার সামনে এসে বলেন, ‘ওঠ! তোর ছেলে হবে। ’ আমার বাবা ঘুম থেকে উঠে সত্যিই জানতে পারলেন মায়ের গর্ভে এসেছি আমি! এ ঘটনার পর আমার বাবা বেশকিছু কারণে মনে করতেন, আমিই তার বাবার প্রতিমূর্তি। জানি না সত্যিই দাদার মতো হয়েছি কি-না। সৃষ্টিকর্তার আশীর্বাদে, সবার ভালোবাসা, বড়দের প্রার্থনা ও ভাগ্যের কৃপায় বংশের নাম রাখতে পেরেছি। ’

মঙ্গলবার (১১ অক্টোবর) ৭৪ বছরে পা রেখেছেন অমিতাভ। সোমবার ১০ অক্টোবর) দিবাগত রাত পৌনে তিনটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে ভক্তদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘জন্মদিনের ভালোবাসা ও শুভেচ্ছা জানানো সবাইকে হাতজোড় করে কৃতজ্ঞতা জানাই। ’

জন্মদিনে মুম্বাইয়ে সাংবাদিকরা অমিতাভের বাড়ির সামনে জড়ো হওয়ায় তাদের সঙ্গে পরিবার, নতুন ছবি, শখ, সহশিল্পী, ছবি নির্বাচনসহ নানান বিষয়ে কথা বলেছেন তিনি। এরপর কেক কেটেছেন। এবারের জন্মদিনে অমিতাভের দার্শনিক বয়ান হলো- ‘নিঃশ্বাসটা নতুন। নতুন চ্যালেঞ্জ নিয়ে সেরা কাজটা করতে পারবো আশা রাখি। ’

জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টায় নাতনি আরাধ্য ও পরিবারের অন্যরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভকে। দিনটা নাতনির সঙ্গেই কাটাবেন তিনি। এ বছর তার জন্মদিনেই বিজয়া দশমী। একই দিন (১১ অক্টোবর) দিলীপ কুমার ও সায়রা বানুর বিবাহবার্ষিকী। তাদেরকে শুভকামনা জানিয়েছেন বিগ বি।

সম্প্রতি অমিতাভের ‘পিঙ্ক’ সমালোচক ও দর্শক উভয়ের মন জয় করেছে। দীর্ঘ ক্যারিয়ারে দেড়শ’রও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। এসবের মধ্যে তার প্রিয় চরিত্র কোনটি? তার উত্তর- ‘সব চরিত্রই পছন্দের। যেসব ছবিতে যে চরিত্রেই এবং যাদের সঙ্গে কাজ করেছি, সবাইকে সম্মান জানাই। একটাকে বেছে নিলে অন্যদের অসম্মান করা হবে। ’

৭৪ বছর বয়সেও তরুণদের মতো দাপটের সঙ্গে অভিনয় করছেন অমিতাভ। তার হাতে এখন আছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দোস্তান’ (আমির খান), অয়ন মুখার্জির সুপারহিরো ছবি ‘ড্রাগন’ (রণবীর কাপুর, আলিয়া ভাট)।

বাংলাদেশ সময় : ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।