ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন লেননের জীবন নিয়ে কমিক বই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জন লেননের জীবন নিয়ে কমিক বই জন লেনন (১৯৪০-১৯৮০)

একসময়ের বিখ্যাত ব্যান্ড বিটলসের কিংবদন্তি সংগীতশিল্পী জন লেননের জীবন নিয়ে প্রকাশ হতে যাচ্ছে একটি কমিক বই। ‘লেনন’ নামের গ্রাফিক উপন্যাসটিতে তার শৈশব থেকে দুনিয়াজোড়া খ্যাতি পাওয়ার ঘটনা তুলে ধরা হবে।

এ ছাড়া লেননের একক ক্যারিয়ার এবং শিল্পী ইওকো ওনোকে বিয়ে করার ঘটনাপ্রবাহ থাকবে এতে। চলতি সপ্তাহে নিউইয়র্ক কমিক-কনে আইডিডব্লিউ পাবলিশিং জানিয়েছে, ২০১৭ সালের মে মাসে প্রকাশ হবে এটি। খবর হলিউড রিপোর্টারের।

২০১০ সালে প্রকাশিত ফরাসি লেখক ডেভিড ফোয়েনকিনোসের ‘লেনন’ উপন্যাসটি জনের জীবনের গল্প। লেননের সঙ্গে তার কাল্পনিক আড্ডা, একজন কাল্পনিক থেরাপিস্ট ও সাদাকালো কমিকে সাজানো হয়েছে এটি। নতুন গ্রন্থও সাজানো হচ্ছে একই ঢঙে।

১৯৮০ সালের ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যানের গুলিতে খুন হন জন লেনন।

বাংলাদেশ সময় : ১২২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।