ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাধারমণ সংগীত উৎসবে কলকাতার নারী লোকগানের দল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
রাধারমণ সংগীত উৎসবে কলকাতার নারী লোকগানের দল

ওপার বাংলার লোকসংগীতশিল্পী ও গবেষক ডঃ তপন রায়ের ভাবনায় গড়ে ওঠা মাদল হলো মেয়েদের লোকগানের দল। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে বাঙালি শ্রোতাদের কাছে তাদের লোকগান সমাদৃত।

ওপার বাংলার লোকসংগীতশিল্পী ও গবেষক ডঃ তপন রায়ের ভাবনায় গড়ে ওঠা মাদল হলো মেয়েদের লোকগানের দল। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে বাঙালি শ্রোতাদের কাছে তাদের লোকগান সমাদৃত।

মাদল তাদের লোকগানে গ্রামীণ সমাজের মেয়েদের সুখ-দুঃখ, হাসি-কান্না, বেদনা-বিচ্ছেদ, আচার-অনুষ্ঠান ইত্যাদি বিষয়গুলো তুলে ধরে নাগরিক সমাজে। মাদলের সদস্যরা হলেন রীতা, মালা, মেহুলি, রনিতা, ঝিমলি ও পল্লবী। তাদের মেন্টর হিসেবে আছেন ডঃ তপন রায়।  

মাদল এবার সংগীত পরিবেশন করবে ঢাকায়। রাধারমণ সংগীত উৎসবে থাকবে তাদের পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শুরু হচ্ছে তিন দিনের এ আয়োজনে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত চত্বরে এর উদ্বোধন করবেন প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন্নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

উৎসব চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে চারটায় শুরু হবে পরিবেশনা। থাকবে দলীয় সংগীত, একক গান ও ধামাইল নৃত্য। উন্মোচন করা হবে ‘স্মৃতিসত্তায় রাধারমণ’ শীর্ষক গ্রন্থের মোড়ক।

এ আয়োজনে মাদল ছাড়া অংশগ্রহণ করবেন ঢাকার জাতীয় পর্যায়ের শিল্পীরা। এ ছাড়াও থাকবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জগন্নাথপুর, নবীগঞ্জ ও শ্রীমঙ্গলের শিল্পীরা।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানালেন, উৎসব সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।