ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কনসার্ট ‘হাওরের জন্য গান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ১২, ২০১৭
কনসার্ট ‘হাওরের জন্য গান’ কনসার্ট ‘হাওরের জন্য গান’

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর পাশে দাঁড়াচ্ছেন শিল্পীসমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-শিল্পীসমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে কনসার্টের। এতে গাইবেন কয়েকজন কণ্ঠশিল্পী ও ব্যান্ড।

‘হাওরের জন্য গান’ শীর্ষক এই কনসার্ট হবে শনিবার (১৩ মে) টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে। বিকেল ৪টা থেকে শুরু হবে পরিবেশনা।


 
দুই সংগীতশিল্পী কফিল আহমেদ ও শায়ানের পাশাপাশি এই কনসার্টে গাইবে বেশ কয়েক ব্যান্ড। এগুলো হলো— অতলান্ত, অর্জন, আরবোভাইরাস, গানকবি, চিৎকার, জলের গান, মনোসরণি, মাদল, সহজিয়া, সমগীত প্রমুখ।
 
এদিকে ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে সহায়তা প্রদানের জন্য একটি ব্যাংক অ্যাকউন্ট খোলা হয়েছে। অর্থ সহযোগিতা পাঠানো যাবে এই ঠিকানায়— হিসাব নম্বর ৩৩০০০৪৩৭, জনতা ব্যাংক, টিএসসি শাখা। এ ছাড়া বিকাশের মাধ্যমেও অর্থ সহযোগিতা করা যাচ্ছে। বিকাশ নম্বর ০১৮২৬০৪১৯৫২।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।