ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চার শিক্ষার্থী নির্মাতার কান জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মে ২৭, ২০১৭
চার শিক্ষার্থী নির্মাতার কান জয় ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফন্ডেশনে প্রথম পুরস্কার জিতলো বেলজিয়ান তরুণী ভ্যালেন্টিনা মরেল পরিচালিত ‘পল ইজ হিয়ার’। ভ্যালেন্টিনা বেলজিয়ামের ইনসাস স্কুলের শিক্ষার্থী। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার ইউরো।

দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইরানের ইরানিয়ান ন্যাশনাল স্কুল অব সিনেমা স্কুলের দুই শিক্ষার্থী বাহমান ও বাহরাম আর্ক পরিচালিত ‘অ্যানিমেল’। পুরস্কার হিসেবে তাদের হাতে গেছে ১১ হাজার ২৫০ ইউরো।

এবারের সিনেফন্ডেশনে তৃতীয় হয়েছে ফ্রান্সের লা ফেমিসের শিক্ষার্থী টমাসো উসবের্তির ২৬ মিনিট ব্যাপ্তির ছবি ‘টু ইয়ুথস ডাইড’। তিনি পেয়েছেন সাড়ে ৭ হাজার ইউরো।

কান উৎসবের ৭০তম আসরে শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) সিনেফন্ডেশন বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল বুনুয়েলে। এখানেই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এটি ছিলো সিনেফন্ডেশন বিভাগের ২০তম আসর। এতে জমা পড়েছিলো বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬২৬টি ফিল্ম স্কুলের ২ হাজার ৬০০টি ছবি। এর মধ্যে নির্বাচিত হয় ১৬টি চলচ্চিত্র। এগুলোর মধ্যে বিচারকরা পুরস্কৃত করলেন তিন দেশের তিনটি ছবিকে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।