ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাহরুখের বিজ্ঞাপনের ক্রিম মেখে ক্ষতি হওয়ায় মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
শাহরুখের বিজ্ঞাপনের ক্রিম মেখে ক্ষতি হওয়ায় মামলা শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

টেলিভিশনের পর্দায় বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত একটি শেভিং ক্রিমের বিজ্ঞাপনচিত্র দেখে অনেকের মতো উদ্বুদ্ধ হন ভোপালের বাসিন্দা রাজকুমার পান্ডে। কিন্তু সেটি ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ওই শেভিং ক্রিম মেখে সারা মুখে ব়্যাশ বেরিয়েছে বলে দাবি তার। এ কারণে ভোপালের ওই বাসিন্দা ভোপাল কনজ্যুমার কোর্টে শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলাকারীর অভিযোগ, বিজ্ঞাপনের নামে সাধারণ মানুষের ক্ষতি করছেন শাহরুখ। তার অভিনীত বিজ্ঞাপনে পুরুষদের ব্যবহৃত ভারতের ১ নম্বর ক্রিম বলে উল্লেখ করা হয়েছে।

এই ক্রিম ব্যবহারের পরই তার মুখে ব়্যাশ বেরিয়েছে। এ কারণে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে তাকে।

মামলাটি দায়েরের পর শাহরুখ খান, ক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান, স্থানীয় দোকানদার ও মধ্যপ্রদেশের ফুড অ্যান্ড ড্রাগ বিভাগের পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন বিচারপতি কাশীনাথ সিং।

এদিকে ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব হ্যারি মেট সেজাল’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত শাহরুখ। এতে তার বিপরীতে আছেন আনুশকা শর্মা। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।