ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্বপ্নজাল’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্বপ্নজাল’  বাঁ থেকে গিয়াস উদ্দিন সেলিম, নায়িকা পরীমনি, নায়ক ইয়াস রোহান

প্রথম ছবি ‘মনপুরা’র মুক্তির নয় বছর পর আবারও চলচ্চিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন দর্শক নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ এপ্রিল। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত নায়ক ইয়াশ রোহান।

‘স্বপ্নজাল’ মুক্তি উপলক্ষে বুধবার (২৮ মার্চ) রাতে রাজধানীর ঢাকা ক্লাবে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, নায়িকা পরীমনি, নায়ক ইয়াস রোহান, বেঙ্গল ফাউন্ডেশন এর জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) আতাউর রহমান ও প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (মিডিয়া) সুজন মাহমুদসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ছবিটি দুটি প্রাণের বাঁধন হারা এক প্রেমের গল্প। ডাকাতি, সংঘাত, গুম আর কূট কৌশলের আবর্তে পড়ে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু দুজনের মিলনের আকুল আকাঙ্ক্ষায় তৈরি হয়েছে। আশা করছি সারাদেশে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে’। 'স্বপ্নজাল' এর সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরাপরীমনি বলেন, ‘ছবিটি আমার অভিনয় জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। আশা করি স্বপ্নজাল দর্শকদের মনে জায়গা করে নেবে’।  

বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম নিবেদিত ‘স্বপ্নজাল’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই। এতে শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও তার বিপরীতে সোনাই চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।  

বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতার যৌথভাবে ‘স্বপ্নজাল’ প্রযোজনা করেছে।  

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
জেআইএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।