ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক ড্যান্স কাউন্সিলের সদস্য হলেন পূজা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
আন্তর্জাতিক ড্যান্স কাউন্সিলের সদস্য হলেন পূজা সেনগুপ্ত পূজা সেনগুপ্ত

ইউনেস্কো’র আন্তর্জাতিক ড্যান্স কাউন্সিলের সদস্য হয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী ও নির্দেশক পূজা সেনগুপ্ত এবং তুরঙ্গমী স্কুল অব ড্যান্স।

বাংলাদেশে পেশাদারি ভিত্তিতে নৃত্যচর্চা এবং বাংলা সাহিত্যকে অবলম্বন করে বাংলাদেশের নিজস্ব সমসাময়িক নৃত্যধারা তৈরির লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ৩১ জানুয়ারিতে তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটার প্রতিষ্ঠা করেন পূজা সেনগুপ্ত। এটিই বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার ও নৃত্যভিত্তিক রেপার্টরি।

এই নৃত্যদলের প্রতিষ্ঠার চার বছর পূর্তিতে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় তুরঙ্গমী স্কুল অব ড্যান্স। পদ্ধতিগত নৃত্যশিক্ষার পাশাপাশি নৃত্য নিয়ে গবেষণা ও নৃত্যের নতুন আঙ্গিক নির্মাণ নিয়ে কাজ করছে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স।  

তুরঙ্গমীর এই কর্মধারার আন্তর্জাতিক স্বীকৃতি দিলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ইউনেস্কোর আন্তর্জাতিক ড্যান্স কাউন্সিলের এই স্বীকৃতি নিঃসন্দেহে বাংলাদেশে নৃত্য গবেষণা ও উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও নৃত্যকে সুপ্রতিষ্ঠিত করতে তুরঙ্গমীর চলমান প্রয়াস আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।