ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমলা-কামলার মধ্যকার বৈষম্য নিয়ে প্রীতমের গান ‘জনতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
আমলা-কামলার মধ্যকার বৈষম্য নিয়ে প্রীতমের গান ‘জনতা’

জনতার সাথে ভণিতা করছে নিত্য নেতারা/আর চোরে চুরি করে সারারাত ভরে দিচ্ছে পাহারা/তবু রাজপথে নানা অজুহাতে আমরাই দেই সাড়া/আর আমলা চালায় দেশ, গিনিপিগ আমরা/আর কর্মীরা দেয় প্রাণ, নিরাপদ নেতারা- কথাগুলো প্রীতম আহমেদের গান জনতা’র।

আমলা-কামলা, নীতি-দুর্নীতি, নেতা-জনতার মধ্যকার বিভিন্ন বৈষম্যসহ দেশের মূল সমস্যার বিশেষ দিকগুলো উঠে এসেছে প্রীতমের এ গানে। গাওয়ার পাশাপাশি গানের কথা-সুর প্রীতমেরই।

এককথায় বলা যায়, শাসক নামক শোষক শ্রেনীকে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে ‘জনতা’ শিরোনামের এ গানের মাধ্যমে।

সোমবার (৬ এপ্রিল) প্রীতম আহমেদের ইউটিউব চ্যানেলে নতুন সংগীতায়োজনে প্রকাশ পায় ‘হ্যালো বন্ধু’ অ্যালবামের গান ‘জনতা’।

এদিকে সপ্তাহ খান প্রকাশ পায় প্রীতমের ইপি অ্যালবাম ‘সোলমেট’র প্রথম গান। শিরোনাম ‘চলো একসাথে বুড়ো হই’। করোনা পরিস্থিতিতে আপাতত লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করা হয়েছে গানটি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ছাড়া হবে গান-ভিডিওতে। এছাড়া অচিরেই ‘সোলমেট’র বাকি দুটি প্রকাশ করা হবে বলে প্রীতম বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।