ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনলাইন প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিতে চায় তামিল প্রযোজকরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
অনলাইন প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিতে চায় তামিল প্রযোজকরা

করোনা ভাইরাসের কারণে ভারতে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে প্রেক্ষাগৃহ। তাই কিছুদিন আগে তামিল সুপারস্টার সুরিয়া তার প্রযোজিত এবং জৌতিকা অভিনীত ‘পোনমগল বনধল’ সিনেমাটি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তির ঘোষণা দেন। এরপরই এটিসহ সুরিয়ার সকল সিনেমার উপর নিষেধাজ্ঞা দেয় তামিলনাড়ু থিয়েটার ওনার অ্যাসোসিয়েশন। 

কিন্তু দুই দিন আগে সংগঠনটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হয়েছে। এরপরই অনন্ত ৩০ জন তামিল সিনেমার প্রযোজক অনলাইন প্ল্যাটফর্ম তথা ওভার দ্যা টপ (ওটিটি) প্ল্যাটফর্মে তাদের সিনেমা মুক্তি দেওয়ার অধিকার আছে বলে যৌথ বিবৃতিতে দাবি করেন।

তামিল প্রযোজকরা জানায়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে তাদের চলচ্চিত্র মুক্তির সুযোগ থাকা উচিৎ।
   
বিবৃতিতে আরো জানানো হয়, ছোট ও মাঝারি বাজেটের চলচ্চিত্রগুলো সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির স্বাধীনতা তাদের থাকতে হবে।  

প্রযোজকদের দাবি, ওটিটি প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে বিশ্বব্যাপী নতুন নতুন সিনেমা সরাসরি এই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। এছাড়া করোনার প্রভাবে লকডাউনের এই সময়টিতে ওটিটি প্ল্যাটফর্মগুলো ছোট ও মাঝারি সিনেমাগুলোর প্রিমিয়ারের আয়োজন করছে, যা সকলের গ্রহণ করা উচিৎ।
    
তারা আরো জানান, হিন্দি, তেলেগু ও অন্যান্য ভাষার সিনেমার প্রযোজকরা ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্র মুক্তি দেওয়ার মাধ্যমে বিনিয়োগ করা অর্থ পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। সিনেমা মুক্তি ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে ছোট ও মাঝারি বাজেটের সিনেমার প্রিমিয়ার করার ক্ষেত্রেও সুফল পাচ্ছেন নির্মাতারা।  

ওটিটি প্ল্যাটফর্মগুলোর এধরনের পদক্ষেপকে সাধুবাদ জানাতেই আহ্বান জানায় তারা। লকডাউনের কারণে মুক্তি আটকে থাকা সিনেমাগুলো প্ল্যাটফর্মে যুক্ত করার ব্যাপারে ওটিটি প্ল্যাটফর্ম মালিকদের কাছে আবেদনও জানানো হয়।      
ডিস্ট্রিবিউটর ও থিয়েটার মালিকদের ইতিবাচক মনোভাব পোষণের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন প্রযোজকরা। পাশাপাশি থিয়েটার অ্যাসোসিয়েশনের এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নেওয়া উচিৎ হবে না যা প্রযোজকদের জন্য নেতিবাচক ফলাফল বয়ে আনবে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।