ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার ময়মনসিংহে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এবার ময়মনসিংহে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

করোনা দুর্যোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কণ্ঠশিল্পী সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’। তারই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহের ৩০০ দুস্থ, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। ত্রাণ সহায়তায় সাফিয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে যোগ দিয়েছে ‘বিটস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ’সহ কুষ্টিয়া অঞ্চলের তারাগুনিয়া, দৌলতপুরের দুই শতাধিক নিম্নবিত্ত মানুষের মাঝে চাল, ডাল ও প্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাফিয়া ফাউন্ডেশন।  

এরই মধ্যে সোমবার (২৭ এপ্রিল) ময়মনসিংহের হালুয়াঘাটের ৪নং সদর, ৩নং কৈচাপুর, ২নং জুগলী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে দুস্থ, অসহায় ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘সাফিয়া ফাউন্ডেশন’।

এ প্রসঙ্গে সালমা বলেন, আমাদের এ সহায়তা অব্যাহত থাকবে। সামনে আরও সাহায্যের হাত বাড়াবে সংস্থাটি। এখন আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে বিটস নামের একটি সংগঠন। মানবিক কাজে এগিয়ে আসার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।