ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রয়াত ঋষি কাপুরের জনপ্রিয় ১০ গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
প্রয়াত ঋষি কাপুরের জনপ্রিয় ১০ গান গানের দৃশ্যে ঋষি কাপুর ও দিব্যা ভারতী

দু’বছর ক্যান্সারের সঙ্গে লড়ে হেরে গেছেন ঋষি কাপুর। বলিউডের প্রখ্যাত এই অভিনেতা ৩০ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিকেলেই তাকে চোখের জলে বিদায় দেয় স্বজনেরা। তিনি চলে গেলেও তার চিরসবুজ অনেক গান ও দেড় শতাধিক সিনেমায় দারুণ অভিনয় তাকে বাঁচিয়ে রাখবে অগণিত ভক্তের মণিকোঠায়।

ঋষি কাপুর তার আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’তে জানিয়েছিলেন, তার নিজের গান তিনি কখনোই পছন্দ করতেন না। কিন্তু তার বহু গানই যে ভক্তের ভালোলাগায় চিরঞ্জীব হয়ে আছে, এটা অনস্বীকার্য।

দেখে নেওয়া যাক ঋষি কাপুরের স্মরণীয় কিছু গান:

১। তেরি উমীদ তেরা ইন্তেজার – দিওয়ানা (১৯৯২)

২। এক ম্যায়ঁ ঔর এক তু – খেল খেল মেঁ (১৯৭৫)

৩। চেহরা হ্যায় ইয়া চান্দ খিলা হ্যায় – সাগর (১৯৮৫)

৪। হাম তুম এক কামরে মেঁ বন্দ হো – ববি (১৯৭৩)

৫। বাচনা আয়ে হাসিনো – হাম কিসিসে কাম নাহীন (১৯৭৭)

৬। খুল্লাম খুল্লা পিয়ার কারেঙ্গে হাম দোনো – খেল খেল মেঁ (১৯৭৫)

৭। ম্যায়ঁ শায়র তোহ নেহি – ববি (১৯৭৩)

৮। এক হাসিনা থি এক দিওয়ানা থা – কার্জ (১৯৮০)

৯। জাব সে তুমকো দেখা হ্যায় সনম – দামিনি (১৯৯৩)

১০। দফলিওয়ালা দফলি বাজা – সরগম (১৯৭৯)

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।