ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনার অস্থির সময়ে সুস্মিতা আনিসের কণ্ঠে স্বস্তির গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
করোনার অস্থির সময়ে সুস্মিতা আনিসের কণ্ঠে স্বস্তির গান

চলমান করোনা আতঙ্কে বদলে গেছে আমাদের চেনা শহর। নিজের দীর্ঘ দিনের চেনা শহরটা ছেড়ে মানুষ চলে যাচ্ছে গ্রামে, অন্য শহরে। শহর ছাড়ার কষ্টে ঘুম নষ্ট মানুষের। 

সেই কষ্টের গ্লানি কিছুটা হলেও দূর করা যাবে সংগীতশিল্পী সুস্মিতা আনিসের কণ্ঠের নতুন গানের মাধ্যমে। সুস্মিতা শ্রোতাদের উপহার দিলেন তার ‘চেনা শহর’ অ্যালবামের নতুন গান ‘ঘুম হতে চাই’।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গানটির মিউজিক ভিডিও প্রকাশ পায় সুস্মিতা আনিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং রেডিও ও টেলিভিশনে। একসঙ্গেই গানটির অডিও- ভিডিও প্রকাশ পায়।

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন করেছেন কলকতার জয় সরকার। তানিম রহমান অংশুর পরিচালনায় এই গানের ভিডিওর শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। আর এতে মডেল হয়েছেন কলকাতার আদিল সুলতান ও কৈশম্বী চক্রবর্তী।

এ গান প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন, ‘গোটা বিশ্বের মানুষই এখন একটা অস্থির সময়ের মধ্যে দিন কাটাচ্ছে। কারোই মনের অবস্থা ভালো না। আমাদের চেনা পরিবেশটা বদলে যাচ্ছে। নতুন এক পৃথিবীর দিকে যাচ্ছি আমরা। এই যখন অবস্থা, তখন আমার ‘ঘুম হতে চাই’ গানটা কিছুটা প্রশান্তি দিতে পারে শ্রোতাদের।  

‘এমন ভাবনা থেকেই গানটি প্রকাশ করেছি। এ গানের একটি লাইন হচ্ছে- ‘তোমার দিকে তাকাই যখন/সব ভুলে যাই যেন’। সত্যিই, করোনার এই সময়ে আপন জনকে নিয়ে বেঁচে থাকাটাই সব চাইতে গুরুত্বপূর্ণ। ’

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।