ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী সৈয়দ আব্দুল হাদী

সংগীতে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেতে যাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী  সৈয়দ আব্দুল হাদী। কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) পক্ষ থেকে আয়োজিত ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৯-এর মাধ্যমে তাকে এ সম্মাননা দেওয়া হবে।

এবার ইউরো-সিজেএফবি’র ১৯তম আসর করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অনলাইনে। ২৫ জুলাই বেশকিছু অনলাইন প্ল্যাটফর্ম থেকে একযোগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। আর নির্ধারিত সময়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিজেএফবি সদস্যদের মাঠ জরিপে সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার ২০১৯ সালের বছর সেরা তারকারাই এই পুরস্কারের জন্য চূড়ান্ত হবেন। একইভাবে শোবিজের একজন স্বনামখ্যাত ব্যক্তিত্বকে প্রতিবছর ইউরো-সিজেএফবি আজীবন সম্মাননা পুরস্কার দেওয়ার জন্য নির্বাচন করা হয়ে থাকে। এবার এ সম্মাননা পাচ্ছেন  সৈয়দ আব্দুল হাদী।

বিগত ১৮ বছরে ইউরো-সিজেএফবি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন- রুনা লায়লা, গাজী মাজহারুল আনোয়ার, মুস্তাফা মনোয়ার, শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন,আসাদুজ্জামান নূর, জিনাত আমান, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আলী যাকের, শবনম, কবরী সারোয়ার, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা এবং সর্বশেষ প্রয়াত সমকাল সম্পাদক গোলাম সারোয়ার।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।