ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পীদের নির্বাচনে টাকার কথা আসবে কেন: আনোয়ারা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
শিল্পীদের নির্বাচনে টাকার কথা আসবে কেন: আনোয়ারা অভিনেত্রী আনোয়ারা

‘‘এবারের নির্বাচনে আমি কষ্ট পেয়েছি। ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ গান দিয়ে জুনিয়র শিল্পীরা নাচানাচি করেছেন।

এটা আমার কাছে ভালো লাগেনি। শিল্পী সমিতির নির্বাচনে টাকার কথা আসবে কেন? এত বছরের অভিনয় জীবনে এসব দেখিনি। আমার কাছে মনে হয়, আমরা জোকারে পরিণত হচ্ছি। আমাদের সবার বুঝে শুনে ভোট দেওয়া প্রয়োজন। ’’

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেছেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর পান্থপথে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথাগুলো বলেন তিনি।

গুণী এই অভিনেত্রী প্রশ্ন করে বলেন, 'একজন বলেছেন, সিনিয়র-জুনিয়র সবাই এক! তাদের কাছে আমরা সম্মান আশা করবো কীভাবে? আরেকজন বলেছেন, শিল্পী সমিতির উন্নতি চাই না, কাজ চাই। শিল্পী সমিতির উন্নতি না হলে কাজ হবে কীভাবে?'

আনোয়ারা আরো বলেন, 'মিশা-জায়েদ প্যানেল শিল্পীদের জন্য করোনার সময়ে যথেষ্ঠ কাজ করেছে। অনেক বড় বড় নায়ক আছেন, কোথায় তারা? খোঁজ তো নেয়নি। শিল্পী সমিতির কমিটিতে যারা ছিলেন তারাই খোঁজ নিয়েছেন। যাই হোক নির্বাচনে জয়-পরাজয় থাকবে। দুই প্যানেলের জন্য শুভ কামনা রইলো। ' 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও প্যানেল দিয়েছেন। আরেকটি প্যানেলে লড়ছেন দেশের নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন চিত্রনায়িকা নিপুণ।  

এই নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে আছেন বিএইচ নিশান ও জাহিদ জোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।