ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ধামইরহাটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ধামইরহাটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রেুয়ারি) সকাল ১০টায় ধামইরহাট ফুটবল মাঠে প্রদর্শনীর আয়োজন করে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প ও ধামইরহাট প্রাণিসম্পদ অধিদপ্তর।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মো. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, অনুষ্ঠানের সঞ্চালক ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাবুবুর রহমান সাবু প্রমুখ।

পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন এমপি শহীদুজ্জামান সরকার।  

মেলায় তালঝাড়ি কৃষি খামার, সাইদ ডেইরি ফার্মসহ অর্ধশত স্টল বিভিন্ন দেশি-বিদেশি প্রাণী প্রদর্শণ করে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।