ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ভারী বর্ষণে বাড়ছে যমুনার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
ভারী বর্ষণে বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ: একদিনের ভারী বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে যথাক্রমে ৩২ ও ৩৪ সেন্টিমিটার বেড়েছে। এতে তৃতীয় দফায় যমুনার চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

শুক্রবার (৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২৪ মিটার। ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে বুধবার সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮২ মিটার। ২৪ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১৪ দশমিক ৮০ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতের কারণে যমুনা নদীতে ব্যাপকভাবে পানি বাড়ছে। আরও দুদিন পানি বাড়বে। দুদিন পর বোঝা যাবে, চরাঞ্চল প্লাবিত হবে কি না।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।