বরগুনা: বরগুনায় পৌর মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ২৫০ গ্রাম ওজনের নিষিদ্ধ শাপলাপাতা মাছ।
রোববার (২৬ জানুয়ারি) সকালে বরগুনা পৌরসভার মাছ বাজারে অসাধু ব্যবসায়ীদের প্রকাশ্যে এই মাছ বিক্রি করতে দেখা যায়।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা, আমতলী, তালতলী, বামনা, সদর উপজেলা ও বেশ কিছু ছোট বড় পাইকারি ও খুচরা বাজারে বিভিন্ন সময়ে প্রকাশ্যে এই মাছ বিক্রি করতে দেখা গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকায় কিনছেন ক্রেতারা। এত ছোট মাছ এভাবে নিধন চলতে থাকলে এক সময় শাপলাপাতা মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন।
বরগুনা পৌর মাছ বাজারে নিষিদ্ধ মাছ খুচরায় বিক্রি হচ্ছে শাপলা পাতা। মাছগুলো আকারে এতটাই ছোট এক কেজিতে বেশ কয়েকটি মাছ পাওয়া যায়। অথচ প্রচলিত আইনে এই মাছ ধরা বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই মাছ প্রজাতি ভেদে ৮০০ টাকা কেজি ওজন পর্যন্ত হয়। সাগরে মোহনা ও সুন্দরবনের বিভিন্ন এলাকায় বরশি দিয়ে স্বীকার করা হয় এই মাছ। সমুদ্রবেষ্টিত অঞ্চলের মানুষের কাছে খুবই সুস্বাদু ও জনপ্রিয় একটি মাছ শাপলা পাতা।
পৌর মাছ বাজারের দুই মাছ বিক্রেতা বাংলানিউজকে জানান, স্থানীয় মাছের আড়ত থেকে এই মাছ পাইকারি দরে কিনে খুচরা বিক্রি করছি। তবে আইন প্রয়োগকারী সংস্থা আমাদের বিক্রিতে কোনো বাধা সৃষ্টি করে না।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
আরএ