ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রায়পুরে ধূসর রঙের হনুমান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
রায়পুরে ধূসর রঙের হনুমান উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে একটি ধূসর রঙের হনুমান স্থানীয়দের হাতে ধরা পড়েছে। হনুমানটি এখন উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর এলাকায় শ্রীবাস চক্রবর্তী নামে এক ব্যক্তির হেফাজতে রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীবাস চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।  

গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় হাটবাজারে হনুমানটি দেখা যায়। তখন কয়েকজন হনুমানটিকে মারধরের চেষ্টা করে। একপর্যায়ে হনুমানটি গিয়ে শ্রীবাসের কোলে ওঠে। পরে তিনি সেটিকে বাড়িতে নিয়ে যান।  

শ্রীবাস জানান, হনুমানটি ক্ষুধার্ত ছিল। বাড়িতে এনে তাকে খাবার খাওয়ানো হয়েছে। মানুষজনও এখন তাকে দেখতে আসে, খাবারও দেয়। সে এখন ভালো ও নিরাপদে আছে। বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এসে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এ অঞ্চলে এর আগে হনুমান দেখা যায়নি।  

শ্রীবাসের মেয়ে তিশা চক্রবর্তী বলেন, কয়েকজন লোক হনুমনাকে মারছিল। তখন বাবা দেখে তাকে বাড়িতে নিয়ে আসে। এখন সে আমাদের বাড়িতে আছে। মানুষজনও তাকে দেখতে আসছে।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, শ্রীবাস নামে এক ব্যক্তি হনুমান উদ্ধারের বিষয়টি আমাকে জানিয়েছেন। এখন হনুমানটি তার হেফাজতে রয়েছে। দলছুট হয়ে হনুমানটি ঘটনাস্থল চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ০৯. ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।