ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাঝারি শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
মাঝারি শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

পঞ্চগড়: মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রার পারদ ১১ থেকে ৭ ডিগ্রির ঘরে নেমেছে।

এ নিয়ে জেলার ওপর দিয়ে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

এতে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। তবে এদিন সকালে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে গেছে। দেখা দিয়েছে সূর্য।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, আকাশ পরিষ্কার থাকায় আজ কমেছে কুয়াশার পরিমাণ। সঙ্গে সূর্যের মুখ দেখা গেলেও জেলায় ঠান্ডার সঙ্গে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।