রোববার (১ জানুয়ারি) নতুন বছর ২০১৭ সালের প্রথম দিন। আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছিল আগের দিন, ঠিক তা মেনেই যেন সূর্যকে চোখ মেলে তাকাতে দীর্ঘক্ষণ বাধা দিয়ে রাখতে চাইলো ঘন কুয়াশা।
আগের দিনের হিসাবে ভোর ৬টা ১৬ মিনিটে রোববারের সূর্যোদয় হওয়ার কথা। কিন্তু তারও আধঘণ্টা পেরোলেও কুয়াশার দাপটে গাড়ির হেডলাইট জ্বালিয়েও পথ চলা যাচ্ছিল না ঢাকা-আরিচা মহাসড়কে।
৬টা ৫০ মিনিটে সাভারের বোয়ালিয়রপুর থেকে বাংলানিউজের এক পাঠকের পাঠানো ছবিতেই তা-ই তো স্পষ্ট হয়ে ওঠে। রবিরাজের নবপ্রভাতে এ যে কুয়াশার রাজত্ব। কুয়াশার এই দাপটে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছিল তাই হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে।
পৌষের মাঝামাঝি সময় পার হয়ে এখন প্রকৃতিতে একেবারে জাঁকানো শীত আসতে শুরু করেছে। শনিবার তার টের পাওয়া গেছে খানিকটা। রোববারের ভোরবিহানে শীত-কুয়াশা এলো আরও দাপুটে হয়ে।
আবহাওয়া অধিদফতরের তথ্য, এখন উত্তুরে হাওয়া ঢুকছে রাজধানীসহ সারাদেশে৷ শনিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, আর দেশের মধ্যে সবচেয়ে কম ছিল তেতুঁলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি। ।
এখন আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হচ্ছে, নববর্ষের শুরু থেকেই শীতের কাঁপুনি থাকবে প্রকৃতিতে। ৪-৫ জানুয়ারি উত্তুরে হাওয়ায় ভর করে আরও শীতল হবে প্রকৃতি৷ ওই দু’দিনে উত্তরাঞ্চলে ৯ দশমিক ৪ ডিগ্রিও নেমে যেতে পারে তাপমাত্রা। পাল্লা দিয়ে রাজধানীতেও তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ ডিগ্রির নিচে। আর তীব্র শীতের সূচনাটা তখন থেকেই হবে।
এই ধারাবাহিকতায় ৯ জানুয়ারি ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১২ ডিগ্রি থাকা। সেটা কমতে কমতে ১৩ জানুয়ারি নাগাদ ১১-১০ ডিগ্রিতেও নেমে যেতে পারে। পাল্লা দিয়ে উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে যাবে হাঁড়কাপানো ৮-৭ ডিগ্রিতে।
খুব বড় কোনো বদল না হলে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এ অবস্থা বজায় থাকবে। এমনকি নববর্ষের প্রথম মাসটাই শীতার্ত হয়ে থাকতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এইচএ/