এলাকাবাসী জানান, খৈয়াছড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মুহাম্মদের বাড়ির পাশের একটি কড়ই গাছের ডালে সাপ দেখতে পান স্থানীয়রা। প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের এ সাপটি অজগরের একটি ছানা।
খবর পেয়ে মিরসরাই উপজেলার রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিকাল ৫টায় ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করেন।
মিরসরাই উপজেলার রেঞ্জ কর্মকর্তা রিয়াজুল করিম জানান, যেহেতু অজগর বনের সাপ, তাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাপটিকে বনে অবমুক্ত করেছি।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসএইচডি/এমজেএফ