মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের আনুমানিক দু’শ গজ পূর্বদিকে দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় একটি বিলুপ্তপ্রায় ‘লেপার্ড ক্যাট’ (চিতা বিড়াল) মারা যায়। কিছুদিন আগে একই স্থানে আরো একটি লেপার্ড ক্যাটের মৃত্যু একইভাবে হয়।
চিতা বিড়াল আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান হলেও এদের পা দীর্ঘ। এদের ওজন প্রায় ৩ বা ৪ কেজি। আকারে প্রায় ৬০-৬৬ সেন্টিমিটার হয়ে থাকে বলে জানান এসিএফ।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
বিবিবি/এসএইচ