ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

খুলনায় ৪৯৪টি কচ্ছপসহ আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
খুলনায় ৪৯৪টি কচ্ছপসহ আটক ৩ খুলনায় জব্দ করা কচ্ছপ/ছবি: বাংলানিউজ

খুলনা: ভারতে পাচারের সময় ৪৯৪টি কচ্ছপসহ ৩ জনকে আটক করেছে খুলনায় বন বিভাগ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) গভীর রাতে মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে পিকআপ ভ্যান থেকে ওই কচ্ছপসহ তাদের আটক করা হয়।
 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, র‌্যাব-৬ এর সহযোগিতায় জিরো পয়েন্ট এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করা হয়।

ওই পিকআপের মধ্যে ৮টি ড্রামে বরিশালের বিভিন্ন বিল থেকে ধরা বিলুপ্ত প্রজাতির ৪৯৪টি কচ্ছপ ছিল। বরিশালের আগৈলঝড়া উপজেলা থেকে সেগুলো ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।
 
তিনি আরও জানান, কচ্ছপগুলো তাদের জিম্মায় রয়েছে। সেগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে।
 
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের এবং আটক ৩ জনকে আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান ওই বন কর্মকর্তা।

বন বিভাগ সূত্র জানায়, উদ্ধার করা সুন্ধি প্রজাতির কচ্ছপগুলোর ওজন চার মণের কাছাকাছি। সবচেয়ে ছোটটির ওজন আধা কেজি।  এখানে সর্বোচ্চ পাঁচ কেজি ওজনের কচ্ছপও রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।