বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে চিতা বিড়ালটিকে মেরে ফেলা হয় বলে উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজ বাংলানিউজকে বিষয়টি জানান।
বালিয়াঘাটি গ্রামের রহিম জানায়, দুপুরে তার পানবরজে গিয়ে প্রাণীটি দেখতে পান।
‘চিতা বিড়ালের’ গায়ে হলুদের ওপর কালো রঙের ছাপ। দেহের তলে সাদা রঙের ওপর হালকা বাদামি ফোঁটা রয়েছে। আকারে ছোট বিড়ালের মতো একটি স্তন্যপায়ী প্রাণী। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর রেডলিস্ট’ তালিকায় চিতা বিড়ালকে ‘বিপদাপন্ন’ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, এ ধরনের খবর তিনি এখনও পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসএস/এনটি