পার্থের দক্ষিণে ৩০০ কিলোমিটার দূরে হামিলিন বে-তে এক জেলে তিমিগুলোকে এভাবে আবিষ্কার করেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান (ডিব্লিউএ) কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও এরইমধ্যে অর্ধেক তিমি মারা গেছে।
জেরিমি চিক নামে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রাণীগুলোর শারীরিক অবস্থা, বাতাস এবং ওই এলাকার আবহাওয়ার বর্তমান অবস্থায় তাদেরকে (তিমি) পানিতে ফিরিয়ে নিতে বেশ বেগ পেতে হবে।
এগুলো ‘শর্ট-ফাইনড পাইলট’ প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
জেডএস