রোববার (২০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয়। এসময় ১০ জনকে আটক করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, টঙ্গী বাজার ও আশপাশ এলাকায় র্যাব-১ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ১০ জনকে আটক এবং বিভিন্ন প্রজাতির ৪৬৯টি পাখি জব্দ করা হয়। পরে পাখিগুলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দফতর ও সংসদ ভবন এলাকায় অবমুক্ত করা হয়। একপর্যায়ে সন্ধ্যায় র্যাব সদর দফতরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের ১ থেকে ৬ মাসের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে- দু’টি ময়না, ৭১টি টিয়া, ১৮৫টি মুনিয়া, ছয়টি কালিম, ১২০টি ঘুঘু ও ৮৫টি শালিক।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
আরএস/আরবি/