বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রাণীটি উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট সূত্র জানায়, বিকেলে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় গন্ধগোকুলকে ঘুরতে দেখে একদল যুবক প্রাণীটির পিছু নেয়।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। এই প্রজাতির প্রাণী সচরাচর চোখে পড়ে না।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দো’র তত্ত্বাবধানে গন্ধগোকুলকে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এনটি