গত ক’দিন ধরে ঢাকাসহ দেশজুড়ে তীব্র তাপমাত্রার কারণে বিরাজ করছিল দাবদাহ। এতে জনজীবন হয়ে পড়ছিল অতিষ্ঠ।
আবহাওয়া এমন হলেও বর্ষার আগমন আশাবাদী করছিল মানুষকে। সেজন্যই কি-না ১ আষাঢ়েই বৃষ্টি নামিয়ে জনজীবনে প্রশান্তির পরশ বুলিয়ে দিলো প্রকৃতি।
সকাল ৮টার দিকে বৃষ্টি হয়েছে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বারিধারা, কুড়িল, বাড্ডাসহ বিভিন্ন এলাকায়। খানিকক্ষণ বিরতি দিয়ে আবার বৃষ্টি হয়েছে বারিধারা, গুলশান, মালিবাগসহ অনেক এলাকায়।
অবশ্য শুক্রবারও ঢাকার বাইরে দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, আর দ্বিতীয় সর্বোচ্চ ১১৩ মিলিমিটার শ্রীমঙ্গলে।
আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার সকালের মতোই দিনভর এভাবে থেমে থেমে বৃষ্টি হতে পারে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এইচএ/