সোমবার (৫ আগস্ট) দুপুরে ক্ষুধার্ত মেছোবাঘটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এলে তাকে পিটিয়ে আহত করে বেঁধে রাখে। পরে এক যুবক স্থানীয়দের কাছ থেকে মেছোবাঘ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
বন বিভাগের কলাপাড়ার বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে এটি বাঘডাস কিংবা খাটাশ নামে পরিচিত। দিন দিন এসব প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেছোবাঘটি নিশানবাড়িয়া সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।
বিলুপ্ত এসব প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে আসলে তাদের না মেরে বনবিভাগ কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ