বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে বনবেলড়িয়া এলাকার একটি আখের জমি থেকে এসব বাচ্চাগুলি উদ্ধার করা হয়। পরে রাতে খবর পেয়ে পুলিশ বাঘের ওই শাবকগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শহরের বনবেল ঘড়িয়া এলাকার বিলে একটি আখের জমিতে স্থানীয় লোকজন প্রথমে একটি শাবক দেখতে পায়। পরে তারা ওই আখের জমির ভেতরে এগোলে একটি গর্তে আরও চারটি শাবক ও মা মেছোবাঘকে দেখতে পায়। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে মা বাঘটি পালিয়ে যায়। এ অবস্থায় ওই লোকজন শাবক ৫টি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে এসব শাবকগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শাবকগুলো বনবিভাগের মাধ্যমে চিড়িয়াখানায় পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এএটি