সোমবার (১৩ জানুয়ারি) শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয় সূত্র জানায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার (১২ জানুয়ারি) শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, সোমবার সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ আবহাওয়াবিদ আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, কুয়াশা এখন বেশি হবে। কারণ আকাশের মেঘ কেটে গেছে। এই কয়দিন তো মেঘ ছিলো, এখন মেঘ নেই। শৈত্যপ্রবাহ ছিলো; সেটাও তো ধীরে ধীরে কেটে যাওয়ার কথা। ফলে কুয়াশা কিন্তু থাকবেই।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
বিবিবি/এএটি