সোমবার (৬ এপ্রিল) সকালে সোনাগাজী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের লোকালয়ে এলে গ্রামের লোকজন ধাওয়া করে মেছোবাঘটি আটক করে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ মেছবাঘটি উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনীর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নারায়ন চন্দ্র ভৌমিক বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার দিকে সোনাগাজী উপকূলীয় এলাকার কেওড়াবনে মেছোবাঘটিকে অবমুক্ত করা হয়।
তিনি জানান, কয়েকদিন আগে সোনাগাজী থেকে একটি হরিণ উদ্ধার হয়। সেটিকে জেলা বন বিভাগের কর্মকর্তারা কাজীর বাগ ইকো পার্কে অবমুক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসএইচডি/আরআইএস