মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় চিড়িয়াখানার বানরের খাঁচা সাইনবোর্ডের উপরে বসে থাকতে দেখা যায় প্রাণীটিকে।
এ বিষয়ে জানতে চাইলে চিড়িয়াখানার আনসার মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, আমি যখন থেকে চিড়িয়াখানায় কর্মরত আছি, তখন থেকেই বানরটিকে খাঁচার বাইরে দেখছি।
বানরটিকে খাঁচায় ঢোকানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা চিড়িয়াখানার পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন, অনেকদিন ধরে চেষ্টা করা হচ্ছে খাঁচার ভেতর বানরটিকে রাখার। কিন্তু বানরটি খাঁচার ভেতরে যাচ্ছে না। চিড়িয়াখানার ঢুকতেই বানরের দু’টি খাঁচা আছে। একটি খাঁচার মধ্যে সব বানর সরিয়ে নেওয়া হয়েছে। অন্য আরেকটি খাঁচা পুরোপুরি ফাঁকা রাখা হয়েছে। যাতে বাইরের বানরটি ভেতরে প্রবেশ করতে পারে। এভাবেই বানরটিকে খাঁচার ভেতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বানরটি এখনো খাঁচার মধ্যে প্রবেশ করছে না। খাঁচার বাইরে চারপাশে ঘোরাঘুরি করছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এমএমআই/এএটি