মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে গাড়ি চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারাল একটি মেছো বিড়াল (Fishing Cat)।
শনিবার (২০ আগস্ট) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলাধীন নোয়াগাঁও এলাকার ৬ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, স্থানীয়রা আমাকে ফোন দিয়ে মেছো বিড়াল পিষ্ট হয়ে মারা যাওয়ার খবরটি জানালে আমি ঘটনাস্থল থেকে বন্যপ্রাণীর মরদেহটি সংগ্রহ করে বন বিভাগের কাছে পৌঁছে দেই।
এরা বিভিন্ন জলাভূমি বা হাওর-বিল থেকে মাছ ধরে খায়। ভোর হয়ে যাওয়া মেছো বিড়ালটি রাস্তা অতিক্রমের সময়ে গাড়ির চাকার নিতে পড়ে মারা গেছে।
খাদ্য সংকটের কারণে লাউয়াছড়া বন থেকে মেছো বিড়ালটি লোকালয়ে চলে আসে থাকতে পারে বলে জানান সজল।
ওই প্রাণীটিকে অনেকে মেছোবাঘও বলে থাকে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন), বাংলাদেশ এই প্রাণীটিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
বিবিবি/এএটি