ঢাকা: বৈশাখের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছে ধান কাটার মহোৎসব। এমন দৃশ্য মন ভুলানো।
কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসবে জমে উঠেছে। যেদিকে তাকাই সবুজ মাঠ দিগন্ত জুড়ে যেন সোনালী রংয়ের পাকা ধান ভরপুর চারপাশ। মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব। প্রতিটি কৃষকের উঠানে সোনারাঙ্গা ধানে শোভা পাচ্ছে। ক্ষেত থেকে বাড়ির আঙিনায় নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষাণ-কৃষাণী।
শনিবার (২৯ এপ্রিল) সরেজমিনে, রাজধানীর ডেমরার কোনাপাড়া ও রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ধান কাটা মহোৎসবের চিত্র তুলে ধরেছেন বাংলা নিউজ টুয়েন্টিফোর স্টাফ ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।
১. খেতে ধান কেটে ড্রামে পিটিয়ে ধান মাড়াই করছেন কৃষকেরা।
২. খেত থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক ও শ্রমিকেরা।
৩. এবারের মৌসুমে ভালো ধান পেয়ে খুশি কৃষকেরা।
৪. ক্ষেত থেকে ধান কাটছে কৃষক ও শ্রমিকেরা।
৫. অনেকের বাড়িতে জায়গা না থাকার মূল সড়কের ধান রোদে শুকিয়ে নিয়ে যাচ্ছেন।
৬. প্রচণ্ড রোদে একটু প্রশান্তি পেতে বিছানা চাদর টানিয়ে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন কৃষক।
৭. খেতে বসেই ধান সিদ্ধ করছেন কৃষাণী।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসএম