ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বেড়াল হিটলার, গোঁফে যায় চেনা!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ২০, ২০১৫
বেড়াল হিটলার, গোঁফে যায় চেনা!

কে বলেছে হিটলার মরে গেছে? হিটলার বেঁচে আছে এই বিড়ালের মাঝে। একই ছোট কালো গোঁফ।

সিঁথি কাটা ছোট চুল। নাৎসি বাহিনী প্রধান অ্যাডল্ফ হিটলারকেই স্মরণ করিয়ে দেয় এই বিড়াল।

চেহারায় সাদৃশ্য রয়েছে। কিন্তু সেখানেই শেষ কথা নয়। বেড়ালের মালকিন এলেনা সুলেমানিয়ানের মতে, তার এই পোষ্যর মেজাজ-মর্জিও নাকি হিটলার মতো।

জন্মের পর থেকেই বেড়াল ছানাটিকে দেখতে হিটলারের মতো দেখাচ্ছিলো। কিন্তু ধীরে ধীরে যখন বড় হয়ে উঠছিলো তখন তার আচরণেও ফুটে উঠছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্বৈরাচার খ্যাত হিটলারের সব কাণ্ড।

তবে নামটাই শুধু আলাদা। ওর নাম পোর্টোস।

মস্কোর ফার্মাসিস্ট এই মিজ সুলেমানিয়ান বলেন,  যে কেহই পোর্টোসকে দেখে হিটলারের সঙ্গে সাদৃশ্য খুঁজে পায়। অনেকেতো ধরেই নেয়, ওটির নাম অ্যাডলফ না হয়ে যায় না।

তিনি বলেন, ‘মাঝে মাঝে ওর আচরণে একজন স্বৈরাচারীই মনে হয়। অত্যন্ত পাজিগিরি করে, আর তার চাওয়ার যেনো শেষ নাই। বিশেষ করে খাওয়ানোর সময় ম্যালাই ঝামেলা করে। ’

‘খাবার না পেলে মেজাজ খারাপ করে। তখন খুব করে হিটলারের মতোই মনে হয়। তখন আমি ওকে বেশ সহ্যই করি। ’

‘তবে মাঝে মধ্যে বেশ শান্ত-অমায়িক হয়েও থাকে পোর্টোস। তখন ওকে বেশ দারুণ এক বেড়াল মনে হয়,’ বলেন সুলেমানিয়াম।

যতই হিটলারের মতো দেখাক, পোর্টোস পুরোই একটি বেড়াল, আর ওকে পাল্টানোর কোন ইচ্ছা আমার নেই, বলেন তিনি।
 
বাংলাদেশ সময় ১০১২ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।