ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ঠেলায় পড়লে সিংহও গাছে ওঠে!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
ঠেলায় পড়লে সিংহও গাছে ওঠে!

ঢাকা: কথায় বলে বিপদে পড়লে বিড়ালও মান্দার গাছে (এক প্রকার কাঁটাযুক্ত গাছ) ওঠে। কিন্তু সে বাস্তবতা এখন ‍অতীত।

ঠেলায় পড়লে শুধু বিড়াল কেন, বনের রাজা সিংহও গাছে ওঠে!

অন্যের শিকার কেড়ে নিতে মাঝে মধ্যে সিংহকে গাছে চড়তে দেখা গেলেও কারও তাড়া খেয়ে গাছে ওঠার চিত্র সত্যি বিরল। আর এই বিরল ঘটনাটি ধরা পড়লো এবার শখের আলোকচিত্রীর ক্যামেরায়।

ঘটনাটি ঘটেছে কেনিয়ার মাসাই মারা রিজার্ভে। সাফারি লজের এক সকালে সদ্য জন্মানো মহিষ শাবককে পাহারা দিচ্ছিলো মহিষের পাল। অন্য সময়ের মতো সেদিনও হঠাৎ ঝো‍প থেকে বেরিয়ে এলো সিংহরাজ। সিংহরাজের বেরিয়ে আসতে দেরি, কিন্তু মহিষের পাল অমনি ধাওয়া দিলো তাকে।

কথায় বলে একতাই বল। হলোও তাই। এতোগুলো মহিষের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠা যাবে না ভেবেই হয়তো লাফিয়ে গাছে উঠে পড়লো সোনালি কেশরের পুরুষ সিংহটি। গাছে উঠেও রেহাই নেই। মহিষেরা আজ জব্দ করেই ছাড়বে তাকে। গাছের নিচেই ঠাঁয় দাঁড়িয়ে রইলো এক পাল মহিষ।

অভাবনীয় বিরল এ ঘটনাটি স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিলো  সাবেক সেনা কর্মকর্তা চার্লস কোমেনের। চার্লস ও তার স্ত্রী ছুটি কাটাতে এই রিজার্ভে এসেছিলেন। ছুটির শেষ দিনটিতে মজার এ ঘটনাটি স্মৃতির ঝোলায় পুরে নিয়ে গেলেন তারা।

চার্লস জানান, আমি এর আগে কখনও ভয় পেয়ে সিংহকে গাছে চড়তে দেখিনি!

তিনি আরও জানান, সিংহটি গাছে ওঠার পর মহিষগুলো এমনভাবে গাছের নিচে পাহারা দিচ্ছিলো যেন এতো সহজেই জনম জনমের শত্রুকে তারা ছাড়বে না।

অতঃপর কি হলো?
সুযোগ বুঝে সিংহরাজ ঝট করে গাছ থেকে নেমে সোজা রওয়ানা দিলো চার্লসের গাড়ির দিকে। তারপর আড়াল হয়ে গেলো নিজের ঝোপের ভেতর। মহিষের শিশু শাবক দিয়ে প্রভাত আহারের বাসনা তার অপূর্ণই রয়ে গেলো!  

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।