ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

নিজেই বানান বাবা দিবসের উপহার!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
নিজেই বানান বাবা দিবসের উপহার!

ঢাকা: কদিন পরই বাবা দিবস। বিশেষ এ দিনটিতে বাবাকে অভিনন্দন জানাতে চাই সুন্দর কোনো উপহার।

শপিং মল ঘুরে সেরা উপহারটি বাবার জন্য নিয়ে এলেও, কিছু ব্যতিক্রম তো থাকতেই পারে তাই না!

বাবার জন্য আরও একটি সুন্দর দিন তৈরির সুযোগ যখন হাতে রয়েছেই তবে কাজ শুরু করুন এখনই। নিজেই বানিয়ে ফেলুন বাবার জন্য সুন্দর কিছু উপহার। তাহলে চলুন ঝটপট শিখে নিন।

ফটো ফ্রেম

যা যা লাগবে
কাঠের পুরোনো ফ্রেম, গ্লু, শামুক বা মুক্তা

যেভাবে বানাবেন
বাড়িতে শামুক, ঝিনুক বা কড়ির পুরোনো শো-পিস থাকলে সেগুলো খুলে পরিষ্কার করে নিন। মুক্তার পুরোনো গহনা থাকলেও কাজে লাগাতে পারেন। প্রথমে ফটো ফ্রেমে সাদা রঙ করুন। চাইলে সাদা রঙ করার পর তাতে সিলভার কালার স্প্রে করতে পারেন। এবার শামুক, ঝিনুক, কড়ি ও মুক্তাগুলো গ্লু দিয়ে ফ্রেমের সঙ্গে লাগান। এবার দেখুন, নজরকাড়া ফ্রেমটি তৈরি হয়ে গেলো আপনার হাতেই। তবে যাদের সংগ্রহে শামুক বা মুক্তা কোনোটাই নেই, তারা সাদা নুড়ি পাথর ব্যবহার করতে পারেন। নুড়ি পাথর পরিষ্কার করে ভেঙে ছোট ছোট টুকরো কর‍ুন। গ্লু দিয়ে ফ্রেমের উপর লাগান। এটিও কিন্তু কম আকর্ষণীয় নয়!

পেন হোল্ডার

যা যা লাগবে
টয়লেট টিস্যু বা পেপার টাওয়েল টিউব রোল, কালো, লাল, সবুজ, হলুদ ও গোলাপি রঙের কাগজ, গ্লু

যেভাবে বানাবেন
প্রথমে টিস্যু টিউবের এক পাশ কোনা করে কাটুন। এবার কালো কাগজ টিস্যু টিউবের দৈর্ঘ্যের মাপে চতুর্ভুজ আকারে কাটুন। কাটা কালো কাগজগুলো এক কোনা থেকে আঙুল দিয়ে রোল করুন। এবার রোলগুলোকে টিউবের সঙ্গে গাম দিয়ে লাগান। এমনভাবে রোলগুলোকে টিউবের সঙ্গে লাগাবেন যাতে পুরো টিউব ঢেকে যায়। এবার লাল, হলুদ ও গোলাপি কাগজগলোকে ছোটবড় বিভিন্ন আকারে কাটুন। কাগজগুলো কোনাকোনিভাবে ভাজ করে একপাশ থেকে পেঁচিয়ে ফুল তৈরি করুন। এবার গাম দিয়ে ফুলগুলো পেন হোল্ডারের সঙ্গে লাগিয়ে দিন। সবুজ কাগজ পাতার শেপে কেটে লাগান। দেখুন কী সহজেই হয়ে গেলো নান্দনিক পেন হোল্ডার।

রক পেপার ওয়েট

যা যা লাগবে
মসৃণ পাথর, গ্লু, রঙ

যেভাবে বানাবেন
উপকরণগুলো সবই রয়েছে আপনার হাতের নাগালে। বাবার জন্য এই উপহারটি বানাতে লেগে পড়ুন ছোট-বড় নানা আকারের পাথর খুঁজতে। বাড়ির আশেপাশে যদি কোথাও নির্মাণ কাজ চলতে থাকে তাহলে সেখানেও ঢুঁ মেরে আসতে পারেন। পাথর জোগাড় হলে সেটিকে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন। এবার পোস্টার বা ওয়াটার কালারের সঙ্গে ১/৪ অনুপাতে গ্লু মেশান। এবার পাথরগুলোকে রঙ করে পাল্টে দিন পছন্দের চরিত্রগুলোতে!

আউল কি চেইন

যা যা লাগবে
পুরোনো রঙিন প্যান্ট (জিন্স), চাবির রিং, গ্লু, সুঁই-সুতো, রঙিন কাপড়, মোটা কাগজ ও পেন্সিল

যেভাবে বানাবেন
প্রথমে মোটা কাগজে পছন্দসই মাপে পেঁচার মুখ এঁকে কেটে নিন। এবার পুরোনো রঙিন প্যান্ট মাপমতো কেটে দু’ভাঁজ করুন। আঁকা কাগজটি কাপড়ের উপর রেখে পেঁচার আদল আ‍ঁকুন। আ‍ঁকা পেঁচার চারপাশে ১/২ ইঞ্চি দূরত্ব রেখে কাপড়টি কেটে ফেলুন। কারণ, সাইড সেলাইয়ের সময় ১/২ ইঞ্চির মতো কাপড় ভেতরে চলে গেলে যেনো পেঁচার আকার ঠিক থাকে। এবার সাইড সেলাই দিন। পছন্দের রঙিন কাপড়  গোল করে কেটে অক্ষিকোটর বানান। এর উপর সাদা কাপড় গোল করে কেটে সেলাই করুন। সবশেষে চোখের মণি দিন। চোখের কাজ শেষ হলে লাল, কমলা বা গোলাপি কাপড় তিন কোনা করে কেটে ঠোঁট বানান। সবশেষে রিং লাগিয়ে নিন।  

ডায়েরি কাভার

যা যা লাগবে
পুরোনো জিন্স, গ্লু, পছন্দসই ডেকোরেটিভ আইটেম

যেভাবে বানাবেন
পুরোনো জিন্স পকেটসহ ডায়েরির মাপমতো কাটুন। এবার গাম দিয়ে ডায়রির উপর লাগিয়ে দিন। হয়ে গেলে পছন্দ মতো পুথি, চুমকি বা ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজান। সবশেষে ডায়েরির পকেটে পুরে দিন বাহারি কলম। বাবা দিবসে প্রিয় ডায়েরির নতুন রূপ দেখে নিশ্চই চমকে যাবেন বাবা!

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এসএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।