ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

নিয়মানুবর্তী কুকুর!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
নিয়মানুবর্তী কুকুর! ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের পুলিশ ডগ একাডেমি। এখানে প্রশিক্ষণরত সব কুকুরকেই নিয়ম মেনে চলতে হয়।

নিয়মের নেই হের-ফের। খাবার সময়ও তড়িঘড়ি করা যাবে না। সুন্দর করে লাইনে বসে খাবারের জন্য অপেক্ষা করতে হবে।

সারাদিনের প্রশিক্ষণ শেষে রাতের খাবার খেতে প্রস্তুত ছয় কুকুর। এরা সবাই অ‍ার্মড ফোর্সের মালিকানাধীন। ছয়টি কুকুরই খাবার প্লেট মুখে নিয়ে লাইনে বসে অপেক্ষ‍া করছে।

ছয়জনের দলে পাঁচ জার্মান শেফার্ডের সঙ্গে প্রথমেই রয়েছে একটি কালো ল্যাবরাডর। ধৈর্য ধরে বসে রইলেও তাদের কান কিন্তু সজাগ। কখন তাদের প্রশিক্ষক তাদের ডাকবে আর তারা খাবার নেবে।


চেচিয়াং সশস্ত্র পুলিশ বাহিনী পরিচালিত কুকুর প্রশিক্ষণ কেন্দ্র থেকে তোলা এ ছবিটি দেখেই বোঝা যায় কতোটা নিয়মতান্ত্রিক কুকুরগুলো


হাংজো ভিত্তিক এক সেনা কুকুর প্রশিক্ষক জানান, একটি ভালো সেনা কুকুরের চারটি বৈশিষ্ট্য। তা হলো সুশ্রী, খাওয়ার রুচি, সাহসী, মনোযোগী ও কর্মপ্রেমী।


উত্তর-পূর্ব চীনের পুলিশ ডগ একাডেমির কুকুরদের জন্য সম্প্রতি চার মাসের একটি কোর্স চালু হয়েছে। গত সপ্তাহে এই কোর্সের প্রশিক্ষণ শুরু হয়।  
তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।